1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকাবাসীকে নিরাপত্তা প্রদানের মহান দায়িত্বে পিছিয়ে থাকার কোন সুযোগ নেই-ডিএমপি কমিশনার আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল সবজি, পেঁয়াজ ও মুরগির দাম কমলেও, কমেনি আলুর দাম ঘোষিত হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ডিএমপি কমিশনার মোঃ সাজ্জাত আলীর দায়িত্বভার গ্রহণ নতুন পুলিশ প্রধানের দায়িত্বভার গ্রহণ এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে জনগণই সকল ক্ষমতার মালিক হবেন- প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সাক্ষাৎ ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের নির্দেশ প্রয়োজনীয় কিছু সংস্কার শেষেই দ্রুত সম্ভব নির্বাচন সংঘটিত হবে-আইন উপদেষ্টা

বিশ্বজিৎ পাচ্ছেন জীবন-শ্রেষ্ঠ সম্মান

  • সময় : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ২০৩

ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা বিশ্বজিৎ এবার পেতে চলেছেন জীবন-শ্রেষ্ঠ সম্মান বা লাইফটাইম এচিভমেন্ট এওয়ার্ড৷ এই পুরস্কার তাঁকে দেওয়া হবে চলতি “গোয়া আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসব”-এ৷ আজ এ’কথা জানান ভারতের তথ্য ও সমপ্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকার৷ তিনি সরাসরি মুম্বাইতে বিশ্বজিৎকে ফোন করে আনন্দ-সংবাদটি দেন৷ উত্তরে বিশ্বজিৎ বলেন, “আমি আপ্লুত৷ তবে, আমার শিকড় তো বাংলায়৷ তাই, পশ্চিমবঙ্গের সমস্ত দর্শকদের আমি প্রণাম ও অভিনন্দন জানাচ্ছি৷”
গোয়ার বর্ণাঢ্য এই বাৎসরিক চলচ্চিত্র উৎসবটি শুধু ভারতে নয়, গোটা পৃথিবীতেই অত্যন্ত জনপ্রিয়৷ যা শুরু হয়েছে গতকাল অর্থাৎ ১৬ই জানুয়ারি সন্ধ্যায়৷ তবে, এ’বছর অতিমারির জন্য উদ্বোধনী অনুষ্ঠানটি হয়েছে ভার্চুয়াল৷ তাই, দেশবিদেশের কোনও তারকাকেই মঞ্চে উপস্থিত থাকতে দেখা যায়নি৷
প্রসঙ্গত বলা দরকার, বিশ্বজিৎ শুধু একজন জনপ্রিয় অভিনেতাই নন, একাধারে তিনি প্রযোজক, পরিচালক, গায়ক এবং রাজনীতিবিদও বটে৷ তাঁর জন্ম ১৯৩৬ সালের ১৪ই ডিসেম্বর৷ তাঁর প্রথম বাংলা ছবি “কংস” মুক্তি পায় ১৯৫৮ সালে৷ তারপর থেকে বিশ্বজিৎ বাংলা সিনেমায় ধীরে ধীরে বেড়ে উঠতে থাকেন৷ তাঁর হিট ছবিগুলির মধ্যে আছে মায়ামৃগ, দুই ভাই, শেষ প্রশ্ন, দাদাঠাকুর, নবদিগন্ত, চৌরঙ্গী, মণিহার, গড় নাসিমপুর, কুহেলি, আমি সিরাজের বেগম, অমরগীতি ইত্যাদি৷ বম্বেতে (তখনও মুম্বাই নামকরণ হয়নি) তাঁর প্রথম হিন্দি ছবি ছিল “বিস সাল বাদ”৷ সেটা ১৯৬২ সালের কথা৷ প্রথম ছবিই সুপারহিট৷ ফলে, তারপর থেকে ২০০৯ সাল পর্য্যন্ত প্রায় একটানা পঞ্চাশ বছর বলিউডে বিশ্বজিৎ রাজত্ব করে গেছেন৷ এরই মধ্যে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় তৈরি “রক্তাক্ত বাংলা”-তেও তিনি অভিনয় করেন৷ তাঁর পরিচালিত প্রথম হিন্দি ছবি “কহতে হ্যায় মুঝকো রাজা”৷ নির্মিত হয় ১৯৭৫ সালে৷
রাজনীতির আঙিনায় বিশ্বজিৎকে প্রথম দেখা যায় ২০১৪ সালে৷ ঐ বছর ভারতের সাধারণ নির্বাচনে তিনি তৃণমূলের টিকিটে নয়াদিল্লি থেকে প্রতিদ্বন্দিতা করেন৷ কিন্তু, পরাজিত হন৷ এরপর ২০১৯ সালে তিনি যোগ দেন বিজেপি-তে৷ এখনও সেই দলেই আছেন৷
আশা করি, এই তথ্য সবারই জানা যে, বিশ্বজিৎ বাংলা ছবির সুপারস্টার প্রসেনজিতের বাবা৷

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪