আকাশ খাঁন রংপুর
সকাল ৯ টায় রংপুর এই বিভাগের আট জেলার প্রতিটি স্কুলে শুরু হয়েছে বই বিতরণ। বই উৎসব মানে অনেক বড় একটা উৎসবের রং হলেও করোনার কারণে এবারের সেই চিত্র ম্লান। তারপরেও স্বাস্থ্য বিধিমেনে যারা বই নিতে এসেছেন তাদের মধ্যে ছিল আনন্দের ঢেউ। বই পেয়ে বান্ডিল খুলে মাঠেই পড়তে বসেছেন কেউ কেউ। শংকার পরেও যথাসময়ে বই পাওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ভালো পড়ালেখার প্রতিশ্রুতি শিক্ষার্থীদের।এবার এই বিভাগে প্রাথমিক পর্যায়ে আগামী ১২ দিনে ৩০ লাখ ৪৩ হাজার ৯১২ জন শিক্ষার্থীর মাঝে ১ কোটি ২৭ লাখ ৭ হাজার ৩৮৮ টি বই দেয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে।
সকাল থেকে বিভিন্ন স্কুলে বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন রংপুরের ডিসি আসিব আহসান বলেছেন স্বাস্থ্যবিধি মেনেই বিতরণ কার্যক্রম চলবে।