ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ জেলার শ্রেষ্ঠ মেয়র নির্বাচিত হওয়ায় ত্রিশাল বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি সম্মাননা প্রদান করেছেন।
১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে মেয়রের হাতে বাজার কমিটির নেতৃবৃন্দ এই সম্মামনা স্মারক তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি হারুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা সরকার, ইজারাদার মোতাহার হোসেন,বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক তোতা মিয়া, উসমান গনি কুসুম সহ অন্যান্য সাধারণ ব্যবসায়ী ও নেতৃবৃন্দ।
ময়মনসিংহ জেলার ত্রিশাল পৌরসভা বিদ্যুৎখাতে উদ্ভাবনী উদ্যোগ ও শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ ব্র্যান্ডিং কর্মসূচি বাস্তবায়নে স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ পৌর মেয়র পুরস্কার/ ২০১৮ ভূষিত হন ত্রিশাল পৌরসভার দুইবারের নির্বাচিত মেয়র,
উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ। উল্লেখ্য গত ৮ সেপ্টেম্বর সকাল দশটায় ময়মনসিংহ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তার হাতে শ্রেষ্ঠত্বের পুরুস্কার তুলে দেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃমিজানুর রহমান।