রংপুর নগরীর গণেশপুর এলাকায় শয়নকক্ষ থেকে আলিয়া মাদ্রাসা পড়–য়া সুমাইয়া আক্তার মীম ও নবম শ্রেণীর ছাত্রী জান্নাতুল মাওয়া নামে দু’বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পরিবারের সদস্য ও পুলিশ জানায়, বৃহস্পতিবার বউকে আনতে এলাকার কারেন্ট মিস্ত্রি মমিনুল ইসলাম মেয়ে জান্নাতুল মাওয়াকে রেখে শ্বশুরবাড়ি কুড়িগ্রাম যায়। জান্নাতুল তার চাচাতো বোন সুমাইয়াকে রাত্রিযাপনের জন্য নিজ বাড়িতে নিয়ে আসে।
এরপর শুক্রবার বেলা ১২টা পর্যন্ত ঘরে সাড়াশব্দ না পেয়ে সুমাইয়ার মা ঘরে প্রবেশ করে সুমাইয়াকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় এবং জান্নাতুল মাওয়াকে মেঝেতে পড়ে থাকতে দেখে।
খবর পেয়ে মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে জান্নাতুল মাওয়ার নাকে রক্ত ও গলায় দাগ রয়েছে বলে পুলিশ জানায়।