ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ৫ নং বাচোর ইউনিয়নের চেয়ারম্যান একই ইউনিয়নের মৃত মশির উদ্দিনের ছেলে আবু তালেব নামে এক ব্যক্তিকে চার নামে সনদ পত্র দেওয়ার অভিযোগ উঠেছে ।
(১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার ) রশিদ নামে এক ব্যক্তি সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন আবু তালেব আমার বড় ভাই সে আমার বাবার কাছে জোর পূর্বক এবং কয়েকটি নামে জাল দলিল করেছে । আমার বাবা মারা যাবার পর আমারা সেটা বুঝতে পারছি । পরবর্তী আমরা সেটা ঠাকুরগাঁও জেলা কোর্টে দলিল বাতিলের মামলা করেছি ।
কিন্তু আমার বড় ভাই তার অবৈধ দলিল সত্য করার জন্য চেয়ারম্যান কাছে টাকার বিনিময়ে তার চার নামে সনদ নিয়েছে । তিনি আরো বলেন আমার জানা মতে এক ব্যক্তির নাম চারটি কি করে হয় । তার নাম একটি সেটি আমার এলাকার ময় মুরবি ও আমার বাকি ভাই বোন সকলে জানি এবং তার জাতীয় পরিচয়পত্রে আবু তালেব নামে রয়েছে ।
তার আরেক ভাই নজরুল ইসলাম বলেন সে আমার বড় ভাই আমি সহ আমার পুরো এলাকার লোকজন জানেন ,তার ডাক নাম তলিম , এবং ভোটার আইডি কার্ডের রয়েছে আবু তালেব,সে আমার বাবার কাছে জোর পূর্বক ও জাল দলিল করে নিয়েছে । আমার বাবা মারা যাওয়ার পর সেটা আমরা জানতে পারলাম , যে তার নাম চারটি সে চার নামে দলিল করেছে । সেগুলোকে টিকার জন্য চেয়ারম্যানের কাছে টাকার বিনিময়ে চার নামে সনদ নিয়েছে ।
আমি এবং আমার এলাকার আবু নামে এক ব্যক্তি চেয়ারম্যানের কাছে জায় , তার নামে যেন চারটি সনদ পত্র না দেয় । এ কথায় চেয়ারম্যান বলে উঠল আমি তাকে সনদ দিয়ে দিয়েছি ।
এ বিষয়ে ঐ এলাকার সিরাজুল , আমিরুল ,হযরত ,তসির ,হবিবর ,সহ কয়েকজন ময় মুরবি বলেন আমরা জানি তার নাম তালিম এবং তার ভোটার আইডি কার্ডে রয়েছে আবু তালেব যদি ইউনিয়নের চেয়ারম্যান তার চারটি নামে সনদ দিয়ে থাকে তাহলে সেটি নিশ্চয়ই টাকার বিনিময়ে দিয়েছে ।
এ বিষয়ে ইউনিয়নের চেয়ারম্যানকে মুঠো ফোনে কয়েকবার ফোন দিলে সে কোন প্রকার ফোন রিসিভ করেননি ।