ময়মনসিংহের ত্রিশালে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নিবার্হী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার,ভাইস-চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ,সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এ এন এম শোভা মিয়া আকন্দ,
বিআরডিবির চেয়ারম্যান নবী নেওয়াজ সরকার,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল,উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডা.নজরুল ইসলাম,সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তোফায়েল আহমেদ,ত্রিশাল থানার উপ-পরিদর্শক বিকাশ চন্দ্র সরকার,সাংবাদিক ফারুক আহমেদ,সাখুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. গোলাম ইয়াহিয়া,ধানীখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ,
কাঁঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল,রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা,বালিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল প্রমূখ। সভায় মাদক.অবৈধ স্থাপনা উচ্ছেদ,সন্ত্রাস ও বালু মহাল নিয়ে আলোচনা হয়।