1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ অপরাহ্ন

রাজাপুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে কলেজ ছাত্রের করুন মৃত্যু

  • সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬০

ঝালকাঠির রাজাপুরের পূর্ব রাজাপুর গ্রামের খানবাড়ি এলাকায় মটর দিয়ে নালা সেচ দিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে কলেজ ছাত্র তানজিম আহম্মদ অলি খান (১৯) মারা গেছে। সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনায় নিহত অলি ওই এলাকার নাসির উদ্দিন রুবেলের ছেলে এবং বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট কলেজের ইলেকট্রিক্যাল বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র।

রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম ও নিহতের চাচাতো ভাই মাহমুদুল হাসান শাওন জানান, বৈদ্যুতিক মটর দিয়ে বাড়ির পাশের নালা সেচ করছিলেন অলি। ভেজা শরীরে মটর স্পর্শ করলে বিদ্যুৎতায়িত হয়ে জ্ঞান হারিয়ে পড়ে গেলে তার ছোট ভাই তামিম বাড়িতে খবর দেয়। এদিকে তার খোজ না পেয়ে আগ থেকেই স্বজনরা খোজাখুজি করছিলেন বলে জানা গেছে।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি জানান, পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে। নিরীহ ভদ্র হিসেবে পরিচিত অলির এমন করুন অকাল মৃত্যুতে এলাকায় শোক বিরাজ করছে। তার মৃত্যুতে রাজাপুর সাংবাদিক ক্লাব শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতিসমবেদনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪