দৈনিক আজকের কন্ঠের প্রকাশক ও সম্পাদক এবং ইত্তেফাকের বরগুনা জেলা প্রতিনিধি, বরগুনা প্রেসক্লাবের সাতবারের সাবেক সভাপতি প্রয়াত আবদুল আলীম হিমু’র স্মরণে রবিবার তালতলী প্রেসক্লাবে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি মু. আ. মোতালিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি আবু জাফর মো. ছালেহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও এসএ টিভি প্রতিনিধি মো. নুরুজ্জামান ফারুক। এসময় তালতলী প্রেসক্লাব ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রথিতযশা সাংবাদিক আবদুল আলীম হিমু গত ২৭ আগষ্ট করোনা ভাইরাসে আক্রান্ত হলে ৫সেপ্টেম্বর ঢাকার ইউনিভার্সাল হাসপাতালে ভর্তি হন এবং ৯সেপ্টেম্বর দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।