ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে। । ( ১২ সেপ্টেম্বর শনিবার ) দুপুরে সরেজমিনে গিয়ে এসব তথ্য পাওয়া গেছে।
হাটে গরু প্রতি ২৫০ টাকা ও ছাগল প্রতি ১০০ টাকা টোল নেওয়ার সরকারি নিয়ম থাকলেও হাট ইজারাদার তা উপেক্ষা করে গরু প্রতি ৩২০ টাকা ও ছাগল প্রতি ১৫০ টাকা এবং বাইসাইকেল ১৭০ টাকার পরিবর্তে তুলছেন ২৫০ টাকা ।

হাটে আসা নাম প্রকাশে অনিচ্ছুক দু”জন ক্রেতা অভিযোগ করে বলেন, সরকারি নিয়ম ভঙ্গকরে হাট কমিটির লোকজন এভাবে আমাদের কাছে বেশি টাকা নেওয়ায় আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি। প্রশাসনকে এটা দেখা উচিত।
গরুর রশিদ লেখক নজরুল ইসলামকে টোল হিসাবে বেশি টাকা নেয়ার কথা বললে তিনি বলেন,এ হাটের ইজারাদার গোলাম আজমের নির্দেশে ৩২০ টাকা করে নিচ্ছি।
অনেকেই বলেন কোনভাবেই সরকারি নিয়ম পালন করছেন না হাট ইজারাদারসহ সংশ্লিষ্টরা। ,
এ ব্যাপারে হাট ইজারাদার গোলাম আজমের সাথে মুঠোফোনে কথা বললে তিনি অতিরিক্ত টোলের টাকা আদায়ের বিষয়টি কৌশলে এড়িয়ে যান।
সংশ্লিষ্ট ইউনিয়ন (ভূমি কর্মকর্তা) তহসিলদার রহমত আলীর কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যপারে আমরা অবগত নই কিন্তু হাটে অতিরিক্ত আদায় করলে এসিল্যান্ড স্যারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।