বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ শনিবার দুপুরে শিবচর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে সার-বীজ কীটনাশক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। এসময় প্রধান অতিথি বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ বাবু সমীর চন্দ্র,
বিশেষ অতিথি বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব এড. উম্মে কুলসুম স্মৃতি এমপি ও বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, মাদারীপুর জেলা কৃষক লীগ নেতৃবৃন্দ, শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ লতিফ মুন্সি,সাধারণ সম্পাদক ডা.মোঃ সেলিম,
শিবচর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাহার বেপারী,পৌর মেয়র আওলাদ হোসেন খান,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মাদবর,উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ইলিয়াস পা, সাধারণ সম্পাদক খায়রুজ্জামান খান , শিবচর উপজেলা কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিবচর উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম হাওলাদার।
পরে বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ শেখ হাসিনা সড়কে বিভিন্ন গাছের চারা রোপণ করেন এবং মাননীয় চীফ হুইপ জননেতা নূর-ই-আলম চৌধুরী এমপি’র আধুনিক ও উন্নত শিবচরের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।