শ্রীনগর উপজেলার ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড সাবেক প্রধান শিক্ষক মরহুম আলাউদ্দিন স্যারের শোক সভা অনুষ্ঠিত হয়েছে। ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে আলাউদ্দিন স্যারের সৃতিচারণ করে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাএ-ছাএী ও ভাগ্যকুল স্পোর্টস ক্লাবের সভাপতি মোঃ জোবায়ের আহমেদ উদোগ্যে এই আয়োজন করা হয়।
ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মজিবর রহমান তালুকদারের সভাপতিত্বে সৃতিচারণ, কোরআন খতম ও দোয়ার মাহফিলে বক্তব্য রাখেন ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর খান মিলন,ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য মনির হোসেন মিটুল,ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল গভর্নিং বডির সাবেক সদস্য কাজী আলী আজম জুয়েল,
গভর্নিং বডির সাবেক সদস্য টেক্সাস কিন্টার গার্ডেন এর প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম টিপু,ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের সাবেক সিনিয়র সহকারী প্রধান শিক্ষক আব্দুল হাকিম শিকদার,সিনিয়র শিক্ষক হাজী মোঃ আবু তাহের ফারুকী, সিনিয়র শিক্ষক খালেক মাষ্টার, সিনিয়র শিক্ষক আমিনুল ইসলাম,
ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাএ সরদার ইমদাদুল হক মিলন,প্রাক্তন ছাএ বীরমুক্তিযোদ্ধা শামসুজ্জামান মুন্সী,বীরমুক্তিযোদ্ধা গাজী জুলহাস, বীরমুক্তিযোদ্ধা শাহজাহান সরদার,বিশিষ্ট শিল্পপতি আবল কাশেম,এম রহমান, মোঃতারিকুল ইসলাম মান্দ্রা মডেল জুনিয়র হাই স্কুলের প্রতিষ্ঠাতা,সদস্য-সুজন-সুশাসনের জন্য নাগরিক, মুন্সিগঞ্জ জেলা কমিটি।সদস্য-নারী ও শিশু অধিকার ফোরাম, মুন্সিগঞ্জ জেলা কমিটি।সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো প্রমুখ।আলোচনা সভায়৷ সঞ্চালনায় ছিলেন শিক্ষক মোঃ মাসুদ মোল্লা।
দোয়া মাহফিলের বিশেষ মোনাজাত করেন ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মাওলানাঃআব্দুল আলিম।দোয়া শেষে জামিয়াতুস সুন্নাহ রওজাতুল উলুম মাদ্রাসা,মারকাজুল উলুম মাদ্রাসার ছাএদের সহ সকলের মাঝে তোরারক বিতরন করা হয়