মানিকগঞ্জ সাটুরিয়ায় সাভার গ্রামের সুমি বেগম(২৭) বিগত ২০১২ সালে সাটুরিয়া থানায় সাভার গ্রামে বিল্লাল এর পুত্র মোহাম্মদ ফরিদ সহিত বিবাহ হওয়ার পর ঘর সংসার করতে থাকে এ অবস্থায় দুটি সন্তান জন্মগ্রহণ করে।
৩০/০৪/২০১৯ ইং তারিখে পাশের গ্রামের আতিকুর রহমান(৩০) ও অজ্ঞাত তিনজন সুমি বেগম কে জোরপূর্বক অপহরণ করে নিয়ে এবং বিবাহ করে এরপর সুমি আক্তার আতিকের স্ত্রীরূপে সংসার করতে থাকে সুমি বেগম অপহরণ করিয়া নিয়ে যাওয়ার সময় ভয়-ভীতি দেখিয়ে ছয় ভরি স্বর্ণালংকার জার মূল্য(৩,০০,০০০) টাকা ও নগদ এক লক্ষ ও নগদ এক লক্ষ টাকা নিয়ে যায়।

আতিকুর রহমান টাকাপয়সা অবৈধভাবে খরচ করে পরে আবার সুমি বেগম কে আতিক তার বাবার কাছ থেকে টাকা আনার জন্য চাপ সৃষ্টি করে এবং মারধর করে পড়ে সুমি বেগম ওইখান থেকে পালিয়ে যায়।
সুমি বেগম(২৭)সাটুরিয়া থানায় মামলা নিরোধ আইনে মামলা দায়ের করে মামলা নং-সি আর মামলা-১৯৫/২০
৫ জন আসামি করে মামলা দায়ের ১)আতিকুর রহমান(৩০)পিতা,আঃহাকিম ২) আঃ হাকিম(৬০)পিতা,কিরন বেপারী ৩)মোঃ তুহিন(২৫) পিতা,আঃহাকিম ৪)কাজল রেখা(৫৫) স্বামী,আঃ হাকিম ৫) কাইয়ূম(৩২) পিতা,মোঃবেলাল।
আসামি আতিকুর রহমান পলাতক রয়েছেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন আসামি কে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।