রংপুর র্যাব-১৩ সদর ক্যাম্পের চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে একটি চেকপোস্ট পরিচালনা করে,একের পর এক সন্দেহজনক গাড়িতে তল্লাশি করেও কিছুই পাওয়া যাচ্ছিলনা।
শেষে সন্দেহ হয় চেক পয়েন্ট এর কাছেই দাঁড়িয়ে থাকা একটি পাথর বোঝাই ড্রাম ট্রাককে ঘিরে।গাড়ির আশেপাশে ড্রাইভার অথবা ট্রাক হেল্পার কাউকেই দেখা যায়নি দীর্ঘ সময় ধরে। অনেক খোঁজাখুঁজি করেও আমরা ট্রাকের ড্রাইভার এবং হেল্পারকে সনাক্ত করতে পারিনি।দীর্ঘ সময় অতিবাহিত করার পর এক সময় ট্রাকের ড্রাইভার ও হেলপারকে পাওয়া গেলেও
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছুই জানে না বলে ভান করে।জিজ্ঞাসাবাদে অনেক সন্দেহজনক কথা বলতে থাকে তারা,ট্রাক তন্নতন্ন করে খোজ শুরু হয় অবশেষে ট্রাকের চেম্বারের ভিতরে ড্রাইভার ও হেল্পারের সিটের পিছনে বিশেষ কায়দায় থরে থরে সাজানো বিভিন্ন প্যাকেটে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল এবং দুই বস্তা গাজা পাওয়া যায়।
ধরা পরলো মাদক কারবারীদের অভিনব কৌশল।
পরে গ্রেফতার করা হয় মাদক চোরাকারবারী দলের সংক্রিয় সদস্য ১। মোঃ রাসেল মিয়া ২। মোঃ রাব্বিকে,এবং উদ্ধার করা হয় ফেন্সিডিল ৭৬৩ পিচ এবং গাজা ১০.৫০০ কেজি ও জব্দ করা হয় ড্রাম ট্রাকও।