পাবনা শহরে বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের মূল্য তালিকায় ভগিজগি থাকায় ৭২ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার ২৬ আগস্ট জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের(অতিরিক্ত সচিব) নির্দেশনা মোতাবেক পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুস সালাম এঁর নেতৃত্বে সদর উপজেলার দক্ষিণ রাঘবপুর, আরিফপুর ও হাজিরহাট এলাকায় তদারকি অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর বিভিন্ন ধারায় সর্বমোট ৭২,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয়।
অভিযানের সময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করতে ও সামাজিক-শারীরিক দূরত্ব বজায় রেখে ব্যবসা পরিচালনা করতে নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর মাহমুদ আলম ও সদর থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে বাজার অভিযান অব্যাহত থাকবে।