1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন

পিতার লাশ দাফন করে পরিক্ষায় অংশ নেয়া আমিরুল গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে

  • সময় : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৩৭৮

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পিতার লাশ দাফন করে সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেওয়া সলিমগঞ্জ এ আর এম উচ্চ বিদ্যালয়ের ছাত্র আমিরুল ইসলাম বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে।


জানাযায়, নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের মুক্তারামপুর গ্রামের খোরশেদ আলম গত ২ ফেব্রুয়ারী উপজেলার সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে তার ছেলের এসএসসির পরিক্ষার সিট দেখতে গিয়ে স্কুলের তোরন ভেঙ্গে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যায়। পরদিন সকালে ছেলে আমিরুল তার পিতা খোরশেদ মিয়ার লাশ দাফন করে পরিক্ষায় অংশ গ্রহন করেন। সেই আমিরুল পিতার মুত্যুর শোক নিয়ে পরিক্ষা দিয়েও বিজ্ঞান বিভাগ থেকে ১১৫০ নম্বর পেয়ে গোল্ডেন জিপিএ -৫ পেয়ে সবার নজর কেড়েছেন।

সলিমগঞ্জ এ আর এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ আলী বলেন, আমার ২৫ বছরের শিক্ষকতা জীবনে এতো আনন্দ পাইনি। আমিরুলের রেজাল্ট দেখে যতটুকু আনন্দ পেয়েছি। আমার নিজের সন্তানও এই স্কুল থেকে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে। আমি বেশি আনন্দিত হয়েছি আমিরুলের রেজাল্টে।


উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররম হোসেন বলেন, আমিরুলের এই রেজাল্টে আমাদের শিক্ষক সমাজ খুবই আনন্দিত। তার সুন্দরও ও কল্যানময় জীবন কামনা করছি। আগামী দিনে তার লেখা পড়ার বিষয়ে আমার যে কোন বিষয়ে সহযোগীতা করতে প্রস্তুত আছি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪