স্টাফ রিপোর্টার-
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
আজ বুধবার (৩১ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশ এ তথ্য জানানো হয়।
তারা হলেন, ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সঞ্জিত কুমার রায় ও খোন্দকার নুরুন্নবী। এদের মধ্যে বিপ্লব কুমার সরকারকে অ্যাডমিন অ্যান্ড গোয়ান্দা-প্রশাসন ও দক্ষিণ বিভাগে, সঞ্জিত কুমার রায়কে গোয়ান্দা-উত্তর বিভাগে ও খোন্দকার নুরুন্নবীকে ডিএমপির অপারেশনস বিভাগে বদলী করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও আদেশে জানানো হয়।
এর আগে, বুধবার এক পৃথক আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশীদসহ আরও তিনজন কর্মকর্তাকে বদলি করা হয়।