1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
 ‘কেমন পুলিশ চাই’জরিপের ফলাফল প্রকাশিত হাইকমিশনে হামলা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ- বিএনপি মহাসচিব পার্শ্ববর্তী দেশের গণমাধ্যম বাংলাদেশ নিয়ে মিথ্যা খবর প্রচার করছে-স্বরাষ্ট্র উপদেষ্টা মার্চে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ-ইসি পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়-প্রধান উপদেষ্টা নবগঠিত নির্বাচন কমিশনের প্রথম বৈঠক আজ প্রধান উপদেষ্টার  নিকট  ‘অর্থনীতির শ্বেতপত্র’ হস্তান্তর খুনের পরিকল্পনা আগেই জানতো পুলিশ, ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে-সেনাপ্রধান ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায়  তারেক রহমানসহ সকল আসামি খালাস

ওসমানী মেডিক্যালে অনলাইনে রোগী নিবন্ধন প্রক্রিয়ার উদ্বোধন

  • সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০০
ওসমানী মেডিক্যালে অনলাইনে রোগী নিবন্ধন প্রক্রিয়ার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
ওসমানী মেডিক্যালে অনলাইনে রোগী নিবন্ধন প্রক্রিয়ার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

স্টাফ রিপোর্টার-

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে অনলাইনে রোগী নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার রাত ৮টা থেকে এই প্রক্রিয়া শুরু হয়। এর মাধ্যমে এখন থেকে ঘরে বসেই চিকিৎসকের শিডিউল নিতে পারবেন রোগীরা।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় হাসপাতালে ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তির মাধ্যমে দেশের মানুষের দোরগড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। এরই ধারাবাহিকতায় অনলাইন রোগী নিবন্ধন প্রক্রিয়া অ্যাপের পাইলট প্রকল্পের অ্যাপসটি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দিলাম। এর মাধ্যমে জনগণ বাড়িতে বসে হাসপাতালে স্বাস্থ্যসেবার জন্য নাম নিবন্ধন করতে পারবে। এতে সময় এবং অর্থ দুটোই বাঁচবে।

প্রতিমন্ত্রী বলেন, সিলেটের প্রবাসীরা নানাভাবে দেশের উন্নয়নে কাজ করছেন। তাদের পাঠানো রেমিট্যান্স আমাদের অন্যতম প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি। তবে প্রবাসীদের তথ্যপ্রযুক্তি খাতে আরও বেশি বিনিয়োগ করতে হবে। বর্তমান বিশ্ব তথ্যপ্রযুক্তিতে দ্রুত এগিয়ে যাচ্ছে। সবার সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যেতে হলে এর কোনও বিকল্প নেই। আশার কথা, সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এ ব্যাপারে অত্যন্ত সচেতন মানুষ। তার হাত ধরে সিলেট স্মার্ট নগরী হিসেবে গড়ে উঠবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভুঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা প্রশাসক রাসেল হাসান, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হারুন অর রশীদ, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এবং ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. শিশির রঞ্জন চক্রবর্তী।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪