আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
শুক্রবার ১০ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ, ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স মাঠে ইন্সপেকশন প্যারেড সালামী গ্রহণ করেন মোশারফ হোসেন, বিপিএম,অতিরিক্ত আইজিপি,এপিবিএন হেডকোয়ার্টার্স, বাংলাদেশ পুলিশ, ঢাকা মহোদয়। এরপর তিনি জেলা পুলিশের রিজার্ভ অফিস, পুলিশ অফিস ও জেলা বিশেষ শাখা পরিদর্শন করেন এবং পুলিশ অফিস কনফারেন্স রুমে কর্মকর্তাদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।এসময় জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার, ময়মনসিংহ মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা অতিরিক্ত আইজিপি মহোদয়ের হাতে শুভেচ্ছা স্মারক ‘ক্রেস্ট’ তুলে দেন। ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন, বিপিএম (বার) এবং মোহাঃ আহমার উজ্জামান,পিপিএম-সেবা পুলিশ সুপার, ময়মনসিংহ সহ অন্যান্য কর্মকর্তাগণ এ সকল কার্যক্রমে উপস্থিত ছিলেন।