1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন

তৃনমূলের নেতা-কর্মীরাই আওয়ামী লীগের প্রানশক্তি -সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার

  • সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৩


কুমিল্লা ব্যুরোঃ


কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি বলেছেন, তৃণমূলের নেতা-কর্মীরাই আওয়ামী লীগের প্রানশক্তি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃনমূলের কর্মীদের মতামতকে প্রাধান্য দিয়েছি। সদর উপজেলার ৬ টি ইউনিয়নের মধ্যে ইতিমধ্যে ৫টি ইউনিয়নে বর্ধিত সভা করে তৃনমূলের নেতাদের মতামতের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হয়েছে। ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও কুমিল্লা সদর উপজেলা আওয়ামী লীগ দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা তৃনমূলের নির্বাচিত এ প্রার্থী তালিকা কেন্দ্রে পাঠাবো। চুড়ান্ত সিদ্ধান্ত দিবে দলীয় প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। নৌকার মালিক শেখ হাসিনা। নৌকার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বৃহস্পতিবার দুপুরে নগরীর টাউন হল মিলনায়তনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী নির্ধারনে দূর্গাপুর (দক্ষিন) ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি এসব কথা বলেন।

আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক কাজী আবুল বাসারের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত, যুগ্ম সাধারন সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড.মো.আমিনুল ইসলাম টুটুল, মহানগর শ্রমিক লীগের আহবায়ক এম এ কাইয়ুম, মহানগর যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তারিকুর রহমান জুয়েল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, ছাত্রলীগের আহবায়ক আবদুল আজিজ শিয়ানুক আরো অনেকে।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি হাজী বাহার এমপি গনতান্তিক প্রক্রিয়ার মনোনয়ন প্রত্যাশী ৫ নেতার মধ্যে সরাসরি ভোটের আয়োজন করেন। ইউনিয়ন আওয়ামী লীগের উপস্থিত ৭৪ জন নেতার সিংহভাগ বর্তমান চেয়ারম্যান আলহাজ¦ মো. আমিনুল হক কে দলীয় মনোনয়নের জন্য সমর্থন জানান।
পরে সর্বসম্মতিক্রমে দলীয় প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো. আমিনুল হকের নাম দলের একক প্রার্থী হিসেবে কেন্দ্র পাঠানোর সিদ্ধান্ত হয়। অপর ৪ মনোনয়ন প্রত্যাশীরাও বর্তমান চেয়ার আবুল কালাম আজাদকে সমর্থন দিয়ে নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪