1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন

১৫ আগষ্টের ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য সফল হতে দেব না-প্রধানমন্ত্রী

  • সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ২২৩

ডেস্ক নিউজ:

যে উদ্দেশ্য নিয়ে ষড়যন্ত্রকারী-চক্রান্তকারীরা ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করেছিল, তাদের উদ্দেশ্য সফল করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আজ বৃহস্পতিবার সকালে জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ষড়যন্ত্রকারী-চক্রান্তকারীরা যে উদ্দেশ্য নিয়ে ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করেছিল, তাদের উদ্দেশ্য তো ছিল বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র হোক, বাংলাদেশের স্বাধীনতার অর্জনটা ব্যর্থ হোক। স্বাধীনতার আদর্শগুলো ধ্বংস হোক—সেটাই করতে দেব না।’

চন্দ্রিমা উদ্যানে হওয়া ঘটনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘চন্দ্রিমা উদ্যানে জিয়ার কবরে যে বিএনপি মারামারি করল, বিএনপি জানে না যে সেখানে জিয়ার কবর নাই, জিয়ার লাশ নাই? তারা তো ভালোই জানে, তাহলে এতো নাটক করে কেন? খালেদা জিয়াও ভালোভাবে জানে। তারেক জিয়া কি বলতে পারবে তাঁর বাবার লাশ দেখতে পেয়েছে, গুলি খাওয়া লাশ তো দেখাই যায়। তাঁরা কি দেখেছে কখনও, বা কোনো ছবি দেখেছে কেউ? দেখেনি। কারণ ওখানে কোনো লাশ ছিল না। ওখানে একটা বাক্স আনা হয়েছিল। ওই বাক্সের ফাঁক দিয়ে যারা দেখেছে একটু, সেই এরশাদের মুখ থেকেই শোনা, কমব্যাট ড্রেস পরা ছিল। জিয়াউর রহমান তো তখন প্রেসিডেন্ট, তখন তো সে কমব্যাট ড্রেস পরে না। এটা কি বিএনপির লোকেরা জানে না।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪