ডেস্ক নিউজ:
ঢাকা, রোববার ৪ এপ্রিল, ২০২১:
জাতীয় সংসদ সদস্য আসলামুল হকের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।
রোববার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসলামুল হকের শেষ নিঃশ্বাস ত্যাগের সংবাদে শোকাহত তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, জনদরদী আসলামুল হক তার হিতকর সকল কর্মের মধ্য দিয়ে স্মরণীয় হয়ে থাকবেন।