ডেস্ক নিউজ:
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান। মঙ্গলবার (২৩ মার্চ) করোনা টেস্টে পজিটিভ রিপোর্ট আসে হাবিবুর রহমানের। এরপর তিনি ভর্তি রয়েছেন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্ত।
তিনি জানান, ফলাফল পজেটিভ আসার পর হাবিবুর রহমানকে কেন্দ্রীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো আছে বলেও জানান সাইফুল ইসলাম।
১৭ তম বিসিএস পরীক্ষার মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দেন হাবিবুর রহমান। সবশেষ তিনি ঢাকা রেঞ্জের ডিআইজির দায়িত্বে রয়েছেন। বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠায় অবদান রয়েছে পুলিশের ঢাকা রেঞ্জের এই উপ-মহাপরিদর্শকের। মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ নামে বইও লিখেছেন হাবিবুর রহমান।