1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন

বরগুনায় মুক্তিযুদ্ধের স্মৃতিকথা’র মোড়ক উন্মোচন

  • সময় : বুধবার, ১০ জুন, ২০২০
  • ৪০৫

বরগুনায় বীর মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধকালীন প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে রচিত গ্রন্থ ‘মুক্তিযুদ্ধের স্মৃতিকথা’র মোড়ক উন্মোচন করা হয়।আজ বুধবার (১০জুন) সকালে জেলার ১০০জন বীর মুক্তিযুদ্ধের নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লাহ।মুক্তিযুদ্ধের স্মৃতিকথা সম্পর্কে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, উপকূলীয় জেলা বরগুনার রয়েছে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস। এ জেলায় রয়েছে নবম সেক্টরাধীন বুকাবুনিয়া সাব-সেক্টর।তাই যাতে মুক্তিযুদ্ধের স্মৃতিকথা বিলুপ্ত না হয়আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে মুজিববর্ষের অনন্য উপহার।মুক্তিযুদ্ধ গবেষক ও বইটির সম্পাদক চিত্তরঞ্জন শীল বলেন,স্বাধীনতার পর থেকে বিভিন্ন কলা-কৌশলেমুক্তিযুদ্ধের স্মৃতিকথা আমাদের মাঝ থেকে হারিয়ে যেতে বসেছিল।তাই জেলা প্রশাসনের ব্যাতিক্রম উদ্যোগে মুক্তিযোদ্ধারা আবারও ফিরে পেয়েছেন১৯৭১-এর যুদ্ধকালীন দিনগুলোএই স্মৃতিকথা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের নিকট বীর মুক্তিযোদ্ধাদের মহান আত্মত্যাগের চিত্র তুলে ধরবে।উক্ত মোড়ক উন্মোচনে সভাপতিত্ব করেন সম্মানিত জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা ১আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বিশেষ অতিথি ছিলেন সম্মানিত পুলিশ সুপার জনাব মারুফ হোসেন। সামাজিক দূরত্ব নিশ্চিত করে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সুশীল সমাজের অন্যান্য প্রতিনিধিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪