1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ১৪ জুন ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সকল প্রস্তুতি সম্পন্ন হলে রমজানের আগেই নির্বাচন করা যেতে পারে – প্রধান উপদেষ্টা আলফাডাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও কৃষকলীগের সোহরাব হোসেন বুলবুল গ্রেপ্তার ‘কিংস চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা টাইগারদের ওয়ানডের নেতৃত্বে মিরাজ ভারতে বিমান দুর্ঘটনায় শতাধিক নিহত রাজধানীর ৮ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা ডিএমপির তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই – স্বরাষ্ট্র উপদেষ্টা মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের পিতার ইন্তেকাল, মহাসচিব সগীর আহমেদের শোক প্রকাশ টাঙ্গাইলে বন্ধ হলো তান্ডব সিনেমার প্রদর্শনী টাংগাইল মহাসড়কে গণপরিবহন সংকট, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে টিউলিপ সিদ্দিকের চিঠি

  • সময় : রবিবার, ৮ জুন, ২০২৫

ডেস্ক রিপোর্ট –

আগামী মঙ্গলবার দ্বিপক্ষীয় সফরে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরের সময় লন্ডনে তার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে চিঠি দিয়েছেন শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক।

টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করেছে বাংলাদেশ। জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানাও। মূলত, বাংলাদেশে দুর্নীতির অভিযোগের তদন্ত নিয়ে ‘ভুল বোঝাবুঝি’ দূর করার লক্ষ্যেই ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চান টিউলিপ। এজন্য প্রধান উপদেষ্টাকে হাউস অব কমন্সে মধ্যাহ্নভোজ বা বিকেলের চা পানের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

চিঠিতে টিউলিপ লিখেছেন, ‘আমি আশা করি এই বৈঠকের মাধ্যমে ঢাকায় দুর্নীতি দমন কমিশনের সেই ভুল বোঝাবুঝি দূর করা সম্ভব হবে—যার মাধ্যমে আমার খালা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে আমাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।’

যুক্তরাজ্যে লেবার পার্টির এমপি টিউলিপ। লন্ডনের হ্যাম্পস্টিড অ্যান্ড হাইগেট আসনে নির্বাচিত হয়েছিলেন তিনি। পরবর্তীতে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও হয়েছিলেন। তবে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠার পর সমালোচনার মধ্যে গত জানুয়ারিতে পদত্যাগ করেন তিনি।

শেখ হাসিনা ও তার তার পরিবারের ৫৩ সদস্যের বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতি মামলা দায়ের করা হয়েছে। যেখানে আছে টিউলিপের নাম। অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে ঢাকার পূর্বাচলে ৩০ কাঠার প্লট বরাদ্দ নিয়েছেন তারা।

এছাড়া একটি আবাসন কোম্পানির কাছ থেকে ঘুষ হিসেবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য টিউলিপকে তলবও করেছিল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। তদন্ত করার জন্য তার ১৩ বছরের আয়কর নথি জব্দ করার কথাও দুদক বলেছে। যদিও টিউলিপ তার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা বলে দাবি করেছেন।

প্রসঙ্গত, ড. ইউনূসের যুক্তরাজ্য সফরে তার সঙ্গে যাচ্ছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরও। মূলত, শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরানোর উদ্যোগ এগিয়ে নিতেই তারা যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪