ডেস্ক রিপোর্ট –
নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ‘বাংলাদেশ আমজনগণ পার্টি’ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাংগঠনিক তৎপরতা জোরদার করার লক্ষ্যে ২৬টি জেলায় কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ আমজনগণ পার্টির সংগ্রামী আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন ও সদস্য সচিব ফাতিমা তাসনিমের দিকনির্দেশনায় ও পরামর্শে সংগঠকদের নিজ নিজ দায়িত্বে এবং সমন্বয়ে দ্রুত কমিটি গঠন করা হয়।
রোববার (২৫ মে) কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ আমজনগণ পার্টির মুখ্য সংগঠক সোহেল রানা সম্পদ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
কমিটি গঠন সম্পর্কে পার্টির সদস্য সচিব ফাতিমা তাসনিম বলেন, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন জেলায় কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। ইলেকশন কমিশনের রিকোয়ারমেন্ট পরিপূর্ণ করার জন্যে আমরা সারা দেশব্যাপী কার্যক্রম চালাচ্ছি। শিগগিরই বাকি জেলাগুলোতে কমিটি গঠন করা হবে।
তিনি বলেন, এই মুহূর্তে দলের সকল নেতাকর্মী নিবন্ধন পাওয়ার জন্য কাজ করে যাচ্ছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর কাক্সিক্ষত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ আমজনগণ পার্টি প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, আইনের সুশাসন, সমতা, জাতীয় স্বার্থ, ন্যায় বিচার ও ভোটার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা কথায় নয় কাজে বিশ্বাসী আমরা তাই নিরলসভাবে কাজ করছি। আশা করি দেশবাসী পাশে থাকবেন।
মুখ্য সংগঠক সোহেল রানা সম্পদ বলেন, বাংলাদেশ আমজনগণ পার্টি বাংলাদেশের মেহনতি মানুষের অধিকার আদায়ে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সংগ্রামী আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন ও সদস্য সচিব ফাতিমা তাসনিম এর দিকনির্দেশনায় ও পরামর্শে আমরা কাজ করছি। সংগঠনের গতি বাড়াতে দেশের ২৬টি জেলায় কমিটি গঠন করা হয়েছে। শিগগির বাকি জেলাগুলোতেও কমিটি দেওয়া হবে।
দলীয় নেতারা জানান, ঐক্য, সংস্কার ও মুক্তি -এই তিনটি মূলনীতি ধারণ করে বাংলাদেশ আমজনগণ পার্টি মানুষের পাশে থাকতে চায়। আমরা বিশ্বাস করি, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ গঠনে আমজনগণ পার্টির সক্রিয় অংশগ্রহণ জরুরি।
তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।
বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে যেসব জেলা কমিটি গঠন করা হয়েছে-রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, নারায়ণগঞ্জ, খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ী, বরিশাল, পটুয়াখালী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, সিলেট, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, বান্দরবন, ঝালকাঠি, ময়মনসিংহ, জামালপুর ও শেরপুর জেলা।