স্টাফ রিপোর্টার-
আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে দেশব্যাপী সকল ধরণের ঝুকি বিবেচনা করেই নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে বলে জানিয়েছেন র্যাব ডিজি অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। তবে এখন পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তার হুমকি নেই বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
খুরশীদ হোসেন বলেন, এখন পর্যন্ত কোনো প্রকার নিরাপত্তার ঝুঁকি নেই। র্যাব সব ধরনের নিরাপত্তা হুমকি বিশ্লেষণ করে নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করেছে। যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় র্যাবের প্রতিটি ব্যাটালিয়ান সারাদেশে সব সময় প্রস্তুত রয়েছে।

র্যাব ডিজি বলেন, ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহর অর্থাৎ রাত ১২টা ১ মিনিটে মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ ঢাকাস্থ কূটনীতি সদস্যবর্গ এবং সর্বস্তরের জনগণ কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। এছাড়াও সারাদেশের সকল শহীদ মিনার সহ গুরুত্বপূর্ণ স্থান গুলোতে আলোচনা সভার আয়োজন রয়েছে। এসকল স্থান সহ কৌশলগত স্থানে অবস্থান নিয়ে র্যাব দায়িত্ব পালন করবে। সেই সাথে সাদা পোশাকে র্যাবের গোয়েন্দা দল শহীদ মিনার সহ আশেপাশের এলাকায় দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, নিরাপত্তার কথা মাথায় রেখে শহীদ মিনার এলাকায় র্যাব-৩ এর ব্যবস্থাপনায় একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুম থেকে পুরো এলাকা সিসি ক্যামেরার মাধ্যমে মনিটর করা হবে। এছাড়া ৭টি ৩৬০° ক্যামেরার মাধ্যমে মুলবেদি সহ আশেপাশের এলাকায় প্রতিটি মুভমেন্ট প্রতক্ষ করা হবে।
র্যাব প্রধান বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস সুষ্ঠু ভাবে পালনের লক্ষে র্যাবের প্রতিটি ব্যাটালিয়ন, গোয়েন্দা সংস্থা ও অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করবে। আমি দেশবাসীকে সুশৃঙ্খল ভাবে দিবটি পালনে সহায়তার অনুরোধ করছি।
তিনি জানান, গত ১৮ ফেব্রুয়ারি থেকে র্যাবের সাদা পোশাকধারী সদস্যরা গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে। কেন্দ্রীয় শহীদ মিনারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রয়োজনীয় সুইপিং করবে।

যেকোনো উদ্ভুদ পরিস্থিতি মোকাবিলায় র্যাবের স্পেশাল ফোর্স প্রস্তুত রাখা হয়েছে উল্লেখ করে র্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেন, র্যাবের হেলিকপ্টার সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে। বিভিন্ন এলাকার রাস্তায় চেকপোস্ট স্থাপনের মাধ্যমে সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি করা হবে।