1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বিজয় দিবসে ৫৪ জনের প্যারা- জাম্পিংয়ে বাংলাদেশের বিশ্বরেকর্ড আগামীকাল প্যারাজাম্প উপলক্ষে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশনের ঢাকা অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত আজ শহিদ বুদ্ধিজীবী দিবস সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, আহত ৮ প্রার্থীরা চাইলে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিতে পারবেন- স্বরাষ্ট্র উপদেষ্টা শারীরিক অবস্থা বিবেচনায় প্রয়োজনে হাদিকে বিদেশে পাঠাতে ব্যবস্থা নেবে সরকার- প্রধান উপদেষ্টা ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ গভীর নলকূপ হতে উদ্ধারকৃত শিশু সাজিদকে মৃত ঘোষণা দীর্ঘ ৩২ ঘণ্টার প্রচেষ্টায় শিশু সাজিদকে উদ্ধার

মাতৃভাষা দিবস ঘিরে কোনো ধরনের হামলার শঙ্কা নেই-  ডিএমপি কমিশনার

  • সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৭

স্টাফ রিপোর্টার-

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনে কোনো ধরনের নিরাপত্তার হুমকি নেই। পুলিশ সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান।

সোমবার (১৯ ফেব্রুয়ারী) সকাল সোয়া ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানা তিনি।

হাবিবুর রহমান বলেন, এখন পর্যন্ত কোনো প্রকার নিরাপত্তার ঝুঁকি নেই। পুলিশ সব ধরনের নিরাপত্তা হুমকি বিশ্লেষণ করে নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করেছে। আইন শৃঙ্খলা ভঙ্গ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে পুলিশ সব সময় প্রস্তুত রয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, বাঙালি জাতীয়তাবাদীর উন্মেষ ঘটেছিলো ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। ১৯৪৮ থেকে ৫২ এই দীর্ঘ সময়ের ভাষার জন্য আন্দোলন এবং ২১ ফেব্রুয়ারির স্মৃতিকে শ্রদ্ধা করে বাঙালি জাতি শহীদ দিবস উদ্‌যাপন করে এবং সারা বিশ্বের মানুষ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন করে।

তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহর অর্থাৎ রাত ১২টা ১ মিনিট থেকে মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ ঢাকাস্থ কূটনীতি সদস্যবর্গ এবং সর্বস্তরের জনগণ কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। এই অনুষ্ঠান উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

হাবিবুর রহমান বলেন, শহীদ মিনারের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের সঙ্গে সমন্বয় করে চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যখন এখানে থাকবেন অর্থাৎ রাত ১২ টা ১ মিনিট থেকে ১২ টা ৩০ মিনিট পর্যন্ত প্রথম পর্ব এবং সাড়ে ১২ টার পর থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। প্রথম পর্বে এসএসএফসহ সকল ধরনের নিরাপত্তা বলয় থাকবে। এরপর থেকে যারা আসবেন তারাও থাকবেন নিরাপত্তার মধ্যে। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এছাড়া সমগ্র এলাকা সিসি টিভির আওতায় থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪