স্টাফ রিপোর্টার-
খাদ্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তার ওপর চাপ কমাতে দ্রুত ব্যবস্থার নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদে সরকার গঠনের পর আজ সোমবার নিজ কার্যালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এটা একটা অদ্ভুত ব্যাপার আছে, খাদ্যপণ্যের যখন দাম বাড়ে তখন কৃষক খুশি হয়। কিন্তু যারা ভোক্তা তারা দুঃখ পায়, তাদের ওপর চাপ এসে পড়ে। এখানে একটা সামঞ্জস্য করতে হবে। সে ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে হবে। প্রতিটি মন্ত্রণালয়কে খেয়াল রাখতে হবে, কোনো যেন অপচয় না করা হয়। মিতব্যয়ী হতে হবে। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে চলতে হবে। মূল কথা হিসাব করে চলতে হবে, সেদিকে সবাই খেয়াল রাখবেন।’
তিনি বলেন, ‘বাজার নিয়ে সব সময় চক্রান্ত হয়, সরকারকে বিপাকে ফেলার জন্য, সেই বিষয়টা সবার মাথায় রাখতে হবে।’