স্টাফ রিপোর্টার-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা জ্বালাও পোড়াও করবে জনগণ তাদের উৎখাত করবে। এদের বিরুদ্ধে সরকারও কঠোর ব্যবস্থা নেবে।’
আজ বুধবার সিলেটে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘দেশের মানুষ হরতাল চায় না, ভোট দিতে চায়।’
মানুষ মেরে ভীতি সৃষ্টি করে তারা কি করতে চায়- প্রশ্ন রেখে তিনি বলেন, ‘লন্ডনে বসে একজন হুকুম দেয়, আর তার লোকজন দেশে আগুন দেয়। এসব করে কিছুই হবে না।’
সরকারপ্রধান বলেন, ‘আওয়ামী লীগ ৭ জানুয়ারির নির্বাচনে জিতে ক্ষমতায় আসলে উন্নত বাংলাদেশ গড়তে কাজ করবে। আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না। সে লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।’