স্টাফ রিপোর্টার-
বিএনপির ডাকা হরতালের শুরুতেই রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ৩টি বগিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৫ টায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সদর দফতরের উপ-পরিচালক শাহজাহান শিকদার।
তিনি জানান, তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ৩টি বগিতে আগ্নিসংযোগ করে দূর্বৃত্বরা। পরবর্তীতে তেজগাঁও ফায়ার স্টেশনের ৩টি ইউনিট পুলিশ প্রটেকশনে কাজ করে।
তিনি আরও জানান, ট্রেনের একটি বগি থেকে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুটি বগিতে সার্চ করা হচ্ছে।