স্টাফ রিপোর্টার-
বিএনপি চাইলে তাদের দলীয় অফিসে কার্যক্রম চালাতে পরেবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
মঙ্গলবার ( ১৪ নভেম্বর) সকালে বিএনপি ও সমমনা দলের ডাকা অবরোধে নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় আহত রোগীদের দেখতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপির গত ২৮ তারিখের সমাবেশের পর থেকে তাদের কার্যালয়ে তালা ঝুলিয়ে রাখা হয়েছে। পুরো কার্যালয় এলাকা পুলিশ ঘিরে রাখেছে। সামনে নির্বাচন, তফসিল ঘোষনা করা হবে, এই সময় তাদের প্রধান কার্যালয়ে তালা ঝুলিয়ে রাখা কতটা যুক্তিসঙ্গত এমন প্রশ্নের জবাবে হাবিবুর রহমান বলেন, বিএনপির কার্যালয়ে তারা নিজেরাই তালা ঝুলিয়ে রেখেছে। আপনারা জানেন সেখানে ১২ মাস পুলিশ নিরাপত্তায় নিয়োজিত থাকে। আমরা তারই ধারাবাহিকতায় সেখানে পুলিশের পাহারা রেখেছি।
ডিএমপি কমিশনার বলেন, বিএনপি চাইলে তাদের কার্যালয়ে সকল কার্যক্রম চালাতে পরেবে। আমাদের কোন বাঁধা নেই।