নিজস্ব প্রতিবেদক
বিএনপি জামায়াতের চতুর্থ দফায় অবরোধ শুরুর আগেই এক ঘণ্টার ব্যবধানে চারটি বাস সহ মোট ৮ টি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এছাড়া সন্ধ্যার পর রাজধানীর ফার্মগেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে নটরডেম কলেজ পুলিশ বক্সের সামনে লাল সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়। এর ১০ মিনিট পর গাবতলী বাসস্ট্যান্ডের সামনে গাবতলী এক্সপ্রেস পরিবহনের (৮নং) একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
এরপর রাত ৯টার দিকে গুলিস্তানে সুন্দরবন স্কয়ারের সামনে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ২৭ মিনিটের মাথায় যাত্রাবাড়ী ফল-পট্টির সামনে অনাবিল পরিবহনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে আব্দুল জব্বার (৩৫) নামে এক যাত্রী দগ্ধ হয়ে বার্ন ইউনিটে চিকিসাধীন রয়েছেন।
এরপর রাত ৯টা ২৭ মিনিটের দিকে যাত্রাবাড়ী ফল-পট্টির সামনে অনাবিল যাত্রীবাহী বাসে আগুনের খবর আসে। পরে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
রাত ১০:৪৫ এর দিকে আগারগাঁও তালতলা বাসস্ট্যান্ডে শিকর পরিবহনে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।স্থানীয় জনতাদ্রুতই আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়। এরপর রাত ১১:১৫ মিনিটের পর শেরে বাংলা নগরস্থ বিটিআরসি ভবনের অপরদিকের রাস্তায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। এটিও দ্রতই নিভিয়ে ফেলতে সক্ষম হন স্খানীয় লোকজন।
এদিকে রাত সাড়ে ৯টার সময় গাজীপুরের জয়দেবপুর এলাকার যুগিতলায় একটি পিকআপ গাড়িতে অগ্নিসংযোগ করে অবরোধ সমর্থনকারীরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সর্বশেষ রাত সাড়ে ১১ টায় কাফরুল থানার বিপরীতে প্রজাপতি পরিবহনের একটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, প্রতিটি ঘটনায় সংশ্লিষ্ট এলাকার ফায়ার স্টেশনের দুটি করে ইউনিট সেখানে যায় এবং অগ্নি নির্বাপণ করে।
মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার (দারুস সালাম জোন) মফিজুর রহমান পলাশ জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে গাবতলী ফাঁড়ির উল্টোদিকে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে। গাবতলী এক্সপ্রেস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনায় বাসটি ৮ নম্বর লোকাল বাস হিসেবে সাভার-ইপিজেড থেকে যাত্রাবাড়ি লিংক রোড পর্যন্ত যাত্রী পরিবহন করে।
এদিকে শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফার্মগেটের বাবুল টাওয়ারের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সন্ধ্যা সোয়া ৭টার দিকে বাবুল টাওয়ারের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে বলে আমাদের কাছে তথ্য আসে। একটি ককটেল প্রাইভেটকারের পেছনে বিস্ফোরণ হয়েছে।খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।
ওসি বলেন, প্রাথমিকভাবে আমাদের ধারণা, ফার্মব্রিজ সুপার মার্কটের ছাদ বা বারান্দা থেকে নিক্ষেপ করে রাস্তায় ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে আমরা তদন্ত করছি।
এধরনের চোরাগোপ্তা হামলা ও নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। শনিবার রাতে গণমাধ্যম‘কে এ কথা জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, আমাদের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জনগণের জানমাল রক্ষার জন্য আমাদের সব অফিসার মাঠে আছেন। নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।