সোহেল রানা, সাভার (ঢাকা):
সাম্প্রদায়িক হামলায় গ্রেপ্তার ব্যক্তিদের দেশের প্রচলিত আইনে সরকার বিচার করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল।
শনিবার (৩০ অক্টোবর) বিকেলে ঢাকার আশুলিয়ায় শ্রীপুর এলাকায় শিল্প পুলিশের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন,যারা দেশে সাম্প্রদায়িক হামলা করেছে তাদের সকলের বিচার করা হবে কাউকে ছাড় দেওয়া হবে না। যারা সাম্প্রদায়িক হামলা উস্কে দিচ্ছে এবং কি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা গুজব ছড়াচ্ছে তাদেরও চিহ্নিত করে বিচার করা হবে।
মন্ত্রী বলেন, সারা দেশে যারা সাম্প্রদায়িক হামলা করেছে তাদের অনুসন্ধানে এখনো তদন্ত চলছে । এই হামলার সাথে জড়িত এখনো যারা গ্রেপ্তার হয়নি তাদের খুব শ্রীঘ্রই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রচলিত আইনে বঙ্গবন্ধু হত্যায় জড়িত খুনিদেরও বিচার করেছেন।
শিল্প পুলিশের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশের আইজিপি ড.বেনজীর আহমেদ।
এসময় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, বিজিএমইএর সভাপতি ফারুক হাসান, শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।