ডেস্ক নিউজ:
১৭টি পণ্যবাহী যানবাহনসহ মানিকগঞ্জের পাটুরিয়ায় পাঁচ নম্বর ঘাটে ফেরি ‘শাহ আমানত’ একপাশে কাত হয়ে ডুবে গেছে। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।মানিকগঞ্জ শহর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন। এ ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার কাজে যোগ দিয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জিল্লুর রহমান এনটিভি অনলাইনকে এসব তথ্য জানান। তিনি বলেন, ‘ট্রাক ও কাভার্ডভ্যান মিলিয়ে ১৭টি পণ্যবাহী যানবাহন নিয়ে ফেরিটি ডুবে গেছে। উদ্ধার অভিযান চলছে।’