মুন্সীগঞ্জ প্রতিনিধি:
নৌপরিবহন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, “পদ্মা সেতুর কোন জায়গায় আঘাত হলে বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত হয়। যদিও এ ধরণের আঘাতে পদ্মা সেতুর কোন ক্ষতির সম্ভাবনা নাই। তারপরেও মানুষের হৃদয়ে এই ক্ষত সৃষ্টি হচ্ছে। এতে আমরা খুবই বিব্রত বোধ করছি।”
শুক্রবার (১৩ আগস্ট) সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত তিনি বিআইডব্লিউটিএ এর বড়াল নামে জাহাজে চড়ে পদ্মা সেতু এলাকা ও মাদারীপুরে মাঝিকান্দির ঘাট ঘুরে দেখেন। পরে মুন্সীগঞ্জের শিমুলিয়া ১ নম্বর ঘাটে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এই আঘাতের ঘটনা যেনো বারেবারে না ঘটে সে বিষয়ে করনীয় নিয়ে আজ সন্ধ্যায় আমাদের উচ্চ পর্যায়ে একটি সভা হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে কি করনীয়।
এসময় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রনালয়ের সচিব মোঃ মেজবাহউদ্দিন চৌধুরী, জাজিরা ক্যান্টনমেন্টের এর ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, বিআইডব্লিউটিসি চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম, বিআইডব্লিউটিসির (পরিচালক, বানিজ্য) এস এম আশিকুজ্জামান, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল প্রমুখ।