1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উপলক্ষে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ফেব্রুয়ারি মাসেই অমর একুশে বইমেলা শুরু বিজয় দিবসে ৫৪ জনের প্যারা- জাম্পিংয়ে বাংলাদেশের বিশ্বরেকর্ড আগামীকাল প্যারাজাম্প উপলক্ষে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশনের ঢাকা অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত আজ শহিদ বুদ্ধিজীবী দিবস সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, আহত ৮ প্রার্থীরা চাইলে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিতে পারবেন- স্বরাষ্ট্র উপদেষ্টা শারীরিক অবস্থা বিবেচনায় প্রয়োজনে হাদিকে বিদেশে পাঠাতে ব্যবস্থা নেবে সরকার- প্রধান উপদেষ্টা

আজ কোস্ট গার্ডের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী

  • সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৬৬
স্মার্ট বাংলাদেশ, স্মার্ট কোস্ট গার্ড’
স্মার্ট বাংলাদেশ, স্মার্ট কোস্ট গার্ড’

স্টাফ রিপোর্টার-

‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট কোস্ট গার্ড’ প্রতিপাদ্যে কোস্ট গার্ডের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে আজ রবিবার।

আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দপ্তরে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশ কোস্ট গার্ডের নবনির্মিত ছয়টি ভৌত অবকাঠামো বিসিজি স্টেশন কুতুবদিয়া, মহেশখালী, মিরসরাই, সন্দ্বীপ, নিদ্রাসকিনা ও বিসিজি আউটপোস্ট শাহপরী ভার্চুয়ালি উদ্বোধন করবেন।

এ ছাড়া বঙ্গবন্ধু স্যাটেলাইটের সহায়তায় পরিচালিত বাংলাদেশ কোস্ট গার্ডের সদর দপ্তরসহ তিনটি জোন, ছয়টি জাহাজ এবং সাতটি স্টেশনে নব সংযোজিত ভিস্যাটনেট সিস্টেম ভার্চুয়ালি উদ্বোধন করবেন।

 প্রধানমন্ত্রী কোস্ট গার্ডের কর্মকর্তা, নাবিক এবং অসামরিক ব্যক্তিবর্গের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য কোস্ট গার্ড পদক ১০ জন, সেবা পদক ১০ জন, প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক ১০ জন এবং প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক ১০ জনসহ ৪০ জনকে প্রদান করবেন।

এছাড়া প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফিজুর রহমান, কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী প্রতিবার্ষিকী উদযাপনে অংশ নেবেন।

১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশ কোস্ট গার্ড বর্তমানে দেশের বিশাল সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা নিশ্চিতকরণ, জনগণের জানমাল রক্ষা, চোরাচালান, মাদক ও মানবপাচার দমনের পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও সহায়তা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার বিশ্বস্ত প্রতীকে পরিণত হয়েছে। এছাড়াও কোস্ট গার্ডের নিরলস প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দর ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকা থেকে বের হয়ে একটি নিরাপদ বন্দরে পরিণত হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড জন্মলগ্ন থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ২৫ হাজার ৫৫৯ কোটি টাকার অধিক মূল্যমানের অবৈধ দ্রব্যসামগ্রী আটক করেছে।

এছাড়াও বাংলাদেশ কোস্ট গার্ডের আওতাধীন সুবিশাল সমুদ্র এলাকার আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি উপকূলীয় অঞ্চলগুলোতে জলদস্যুবিরোধী অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ড বিশেষভাবে তৎপর রয়েছে। সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চলে কোস্ট গার্ডের অপারেশন পরিচালনার মাধ্যমে ৫ হাজার ৪৭৭ জলদস্যু, বনদুস্য, ডাকাত আটক করেছে। ৮০১টি অবৈধ অস্ত্রসহ ৬ হাজার ৬৩৫ রাউন্ড তাজা গোলা উদ্ধার করেছে। এছাড়া জলদস্যুদের কবল থেকে এ পর্যন্ত ২ হাজার ৭৩১ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। বর্তমান সরকারের ব্লু ইকোনমির কার্যকর প্রয়োগ এবং ডেল্টা প্ল্যান বাস্তবায়নে বিভিন্ন ধরনের বহুমাত্রিক কর্মকাণ্ড চালু রয়েছে। এ সব নিরাপত্তায় অতন্দ্র প্রহরীর মতো প্রতি মুহূর্তে সজাগ রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪