1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত পরিবর্তিত হলো মঙ্গল শোভাযাত্রার নাম দেশব্যাপী আজ শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা পহেলা বৈশাখকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার পরিকল্পনা নেয়া হয়েছে- ডিএমপি কমিশনার আগামী ২১ এপ্রিল কাতার সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা হামলা ও ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা এবং আইনের শাসনের অবমাননা- প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রবাসীদের ভোটিংয়ের জন্য একটি কার্যকরী উপায় খুঁজছে কমিশন- সিইসি বাটা-কেএফসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাট ও ভাঙচুরের ঘটনায় সারাদেশে গ্রেফতার ৪৯ কক্সবাজারে জমিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩ দু’দেশের সরকারি সফরে গেলেন সেনাপ্রধান

আইএসপি গাইডলাইনে পরিবর্তন আনছে বিটিআরসি

  • সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৫৮

ডেস্ক রিপোর্ট-
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) লাইসেন্সের গাইডলাইনে পরিবর্তন আনছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এরই মধ্যে সংস্থাটির কমিশন সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হলে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে। তবে গাইডলাইনে লাইসেন্স আপগ্রেড করার সুযোগ না রাখায় হতাশ এ খাতের বিনিয়োগকারীরা।

মূলত, স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণে তৃণমূলে দ্রুতগতির ইন্টারনেট সেবার বিস্তৃতি ঘটাতে এ সংস্কারে লক্ষ্য।

বিটিআরসির কমিশনার শেখ রিয়াজ আহমেদ বলেন, বর্তমানে যে গাইডলাইন আছে, সেটির কয়েকটি ধারা পরিবর্তন করতে হবে। পরিবর্তন করার প্রস্তাব আমাদের কমিশন থেকে অনুমোদন হয়েছে। ইতোমধ্যে আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। এটি প্রক্রিয়াধীন আছে, সেখানে অনুমোদন পেলে নবায়নের যে জটিলতা আছে তা কেটে যাবে।

সংস্কারের অংশ হিসেবে আইএসপি লাইসেন্স প্রদান সাময়িক বন্ধ রাখার পরিকল্পনা করছে বিটিআরসি। নির্দিষ্ট এলাকায় লাইসেন্সের জন্য নির্ধারিত সময়ের মধ্যে পর্যাপ্ত আবেদন না পাওয়া এবং আবেদন মূল্যায়নের ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা তৈরি হওয়ায় এসব সিদ্ধান্ত নেয়া হচ্ছে। জটিলতা নিরসনে সফটওয়্যারের মাধ্যমে লাইসেন্সিং প্রক্রিয়া সম্পন্ন করতে চায় সংস্থাটি।

শেখ রিয়াজ আহমেদ বলেন, যারা আইএসপি লাইসেন্স চায়, তারা সফটওয়্যারের মাধ্যমে নথিভুক্ত হতে পারবে। কোনো জায়গায় যদি একজন প্রোভাইডার দরকার হয়, তাহলে ৫টি আবেদন জমা পড়তে হবে। সেগুলো থেকে বাছাই করে লাইসেন্স দেয়া হবে, এগুলো অটোমেটেড প্রক্রিয়ায় হবে।

লাইসেন্সিং গাইডলাইনের সংস্কারকে ইতিবাচক হিসেবে দেখছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা। তবে, গাইডলাইনে লাইসেন্স আপডেট করার সুযোগ না রাখায় হতাশ এ খাতের বিনিয়োগকারীরা।

আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক বলেন, নতুন গাইডলাইনে আপগ্রেডের ইস্যুটা আনা হয়নি। এটা যদি আনা না হয়, তাহলে কী হবে? আমাদের ছোট উদ্যোক্তারা তাদের ব্যবসার ভবিষ্যৎ দেখতে না পেলে একটা সময়ের পর গুটিয়ে যাবে।

উল্লেখ্য, ১ মার্চ থেকে নতুন করে আইএসপি লাইসেন্স এর জন্য আবেদন গ্রহণ সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসির কমিশন সভা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪