স্টাফ রিপোর্টার-
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল শুনানির প্রথম দিন ৯৪টি আপিলের মধ্যে ৫৬ জন তাদের প্রার্থিতা ফেরত পেয়েছেন। এছাড়া ৩২ জনের প্রার্থিতা নামঞ্জুর এবং ৬টি আবেদন সিদ্ধান্তের অপেক্ষায় রাখা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
রবিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ শুনানি অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে অন্য কমিশনাররা আপিল শুনানি করেন।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল পড়েছে নির্বাচন কমিশনে। এর মধ্যে ৩০টির মতো আপিল দায়ের হয়েছে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে বৈধ হওয়া প্রার্থীর বিরুদ্ধে। বাকি আপিলগুলো হয়েছে প্রার্থিতা ফেরত পেতে। রবিবার শুরু হওয়া এই আপিল পর্যায়ক্রমে ৬ দিন চলবে। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনও ব্যক্তি চাইলে উচ্চ আদালতে যেতে পারবেন।