ফরিদপুর সংবাদদাতা
প্রথমা প্রকাশনার উদ্যোগে ফরিদপুরে বইমেলা শুরু হয়েছে। ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে ছয় দিনব্যাপী এ বই মেলার আয়োজন করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টায় এ মেলার উদ্বোধনী সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদপুর ফুলকির সভাপতি অঞ্জলি বালা বলেন, ‘আমরা যারা বয়সী, তারা অনেক বই পড়েছি। কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হলো, বাচ্চাদের বই পড়াতে হবে। জন্মদিনসহ বিভিন্ন সামাজিক আয়োজনে বই উপহারের চর্চা করতে হবে। আজকাল দেখা যায় জিপিএ-৫ পাওয়া ছেলেমেয়েরাও ভালোভাবে কথা বলতেও পারে না। এর কারণ হলো ভেতরে জ্ঞানের অভাব, কী বলবে সেটা মাথায় থাকে না। বই না পড়লে ভাষা আয়ত্ত করা যায় না। বই পড়ার চর্চা থাকলে, জ্ঞান অর্জন করা হলে দেশে সাম্প্রদায়িকতা থাকত না, কোনো অন্যায় থাকত না। মোবাইল আমাদের গিলে ফেলেছে।’
প্রবীণ শিক্ষক ফরিদপুর মুসলিম মিশনের সাধারণ সম্পাদক এম এ সামাদ বলেন, ‘বই কেনা দরকার, বই পড়া দরকার। অনেক কারণে ছেলেমেয়ে-শিক্ষকেরা বইয়ের বাইরে চলে গেছে। বই পড়ে না। এখন আমাদের শিক্ষকদের তাঁদের ছাত্রছাত্রীদের বই দিয়ে সময় বেঁধে দিয়ে সেই বই শেষ করাতে হবে। প্রথমার বই কেনার মতো বই, পড়ার মতো বই। সর্বোপরি অভিভাবক-শিক্ষকেরা গুরুত্ব দিলেই ছেলেমেয়েরা বইমুখী হবে। আজকাল শিক্ষকেরাই বই পড়েন না, ছাত্ররা কেন পড়বে?’
প্রবীণ শিক্ষক ফরিদপুর সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি আলতাফ হোসেন বলেন, মেলায় এসে চমৎকার চমৎকার বই দেখলাম, ভালো লাগল। অনুষ্ঠানে উপস্থিত তিন অধ্যক্ষের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের বলবেন যেন তাঁরা সবাই অন্তত একটি করে হলেও বই কেনেন।
প্রবীণ শিক্ষক ফরিদপুর মহিলা পরিষদের সভাপতি শিপ্রা রায় বলেন, ‘আজকের তরুণ প্রজন্মের বইবিমুখ হওয়ার পেছনে সময় বড় দায়ী। এটা সময়ের সঙ্গে সঙ্গে হয়ে গেছে। আমার মনে হয় আমাদের মায়েরা যদি বইমুখী হন, তাহলে বাচ্চারাও বই দেখে দেখে বড় হবে, বইয়ের প্রতি ভালোবাসা জন্মাবে, বই পড়া শিখবে।’
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, ‘প্রথমার বইগুলো রেফারেন্স হিসেবে ব্যবহার করার জন্য পড়তে হয়। গবেষণাধর্মী ও ইতিহাসের বই এ প্রকাশনা বের করে থাকে। এ ক্ষেত্রে আমার প্রথমার বই আগ্রহের কেন্দ্রে থাকে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ কাজী গোলাম মোস্তফা, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ ফজলুল হক খান, লেখক ও গবেষক মফিজ ইমাম, বেসরকারি উন্নয়ন সংস্থা এফডিএর নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, নারীনেত্রী আসমা আক্তার, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি ফরিদপুর জেলা শাখার সভাপতি রফিকুজ্জামান।
সভাপতির বক্তব্যে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান বলেন, ‘আমাদের বাচ্চাদের আমরা পাঠ্যবইয়ের পাশাপাশি অন্য বই কিনে দিতে আগ্রহী না। আজকালকার বাচ্চারা জানেই না যে পাঠ্যবই ছাড়া বই আছে। তিনি বলেন, বই লেখা হয় পাঠকের তৃষ্ণা নিবারণের জন্য। সেটা নিবারণ করতে পারলে পাঠক সেই বই পড়বে।’
প্রসঙ্গত, দ্বিতীয়বারের মতো প্রথমা প্রকাশনার উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে ফরিদপুরে। সোমবার থেকে শুরু হওয়া এ মেলা শেষ হবে শনিবার ১৭ জুন পর্যন্ত। মেলা প্রতিদিন বেলা ১১টায় শুরু হবে এবং শেষ হবে রাত সাড়ে ৮টায়।
বা বু ম / অ জি