1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
আগামী নির্বাচন দেশের ইতিহাসে সর্বোত্তম নির্বাচন হবে- প্রধান উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দীর এলডিপিতে যোগদান ট্রাম্প-মোদি ও শী এসে কিছু পরিবর্তন করে যাবে না – বিএনপি মহাসচিব সুন্দরবন থেকে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় সমস্যার জায়গা আরাকান আর্মি- পররাষ্ট্র উপদেষ্টা ফু-ওয়াং ফুডসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও তার দুই মেয়ের বিরুদ্ধে মামলা প্রতারণা মামলায় গ্রেফতার মডেল মেঘনা রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আর্সেনাল সাভারে চাঁদা না পেয়ে মার্কেট কর্মচারী আব্দুর রহিমকে যুবলীগ নেতা বানানোর অপচেষ্টা স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩২

প্রসূতিদের মধ্য বাড়ছে উত্তরোত্তর করোনা ঝুঁকি হাই-প্রোটিন খাবার ও ডায়েট এর পরামর্শ

  • সময় : শনিবার, ১৬ মে, ২০২০
  • ২৮৬

করোনা পর্ব যতই দীর্ঘায়িত হচ্ছেপ্রসূতিদের মধ্যে সংক্রমণও বাড়ছে। কপালের ভাঁজবাড়ছে স্ত্রীরোগ  প্রসূতি বিশারদদেরও। ভাবী মায়েদের মধ্যে সংক্রমণ এড়াতে এবংতারপরও তাঁরা সংক্রামিত হলে কী করণীয়তা নিয়ে বিস্তারিত সরকারি গাইডলাইনইতিমধ্যে প্রকাশিত হয়েছে। ইউনিসেফের মতো আন্তর্জাতিক সংস্থা  নিয়ে বিভিন্ন সোশ্যালমিডিয়ায় সচেতনতামূলক প্রচার চালাচ্ছে। কিন্তু আক্রান্তের সংখ্যা কমছে না ।চিকিৎসকরাজানিয়েছেনউল্লেখযোগ্যভাবে ৯০ শতাংশের বেশি ক্ষেত্রে কোভিড আক্রান্ত প্রসূতিদেরকোনও উপসর্গ ছিল না। সিজার বা সাধারণ প্রসব হওয়ার পর কারওক্ষেত্রে জ্বরকারওকাশিকারও শ্বাসকষ্ট ইত্যাদি উপসর্গ দেখা দেয়। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হলবেশকয়েকটি হাসপাতালে দেখা গিয়েছেগাইনি বিভাগই সংক্রমণের উৎস। উপসর্গ না থাকায়সকলে নিরাপত্তা সরঞ্জাম পরে অপারেশনে না নামায় একের পর এক স্বাস্থ্যকর্মী ওচিকিৎসক পজিটিভ হয়েছেন। অস্থায়ীভাবে বন্ধ করে দিতে হয়েছে ওয়ার্ডলেবার রুম।আমরা হয়ত অনেকেই জানি নাসুগারহার্টের অসুখক্যান্সারের মতো রোগে যেমনপ্রতিরোধ ক্ষমতা কমেএকইভাবে গর্ভধারণের সময়ও মায়েদের প্রতিরোধ ক্ষমতা কমে যায়।একে ‘ইমিউনো কম্প্রোমাইজড’ অবস্থা বলা হয়। ফলে সতর্কতা না নিলে সহজেইসংক্রামিত হওয়ার আশঙ্কা থাকে। আমার পরামর্শগর্ভাবস্থায় মন ভালো রাখুনভালোবইগান শুনুনসিনেমা দেখুনস্ট্রেস বাড়তে দেবেন না। অবশ্যই হাঁটাচলা করুন। পারলেরোজ নির্দিষ্ট কিছু ব্যায়াম  স্ট্রেচিং এক্সারসাইজ কাজের হতে পারে। আর হাই প্রোটিনডায়েট খান। মাস্ক পরানিয়মিত হাত ধোয়া ইত্যাদি স্বাস্থ্যবিধি মানা তো আছেই।গর্ভাবস্থায়রোগ প্রতিরোধ ক্ষমতা কমে।তাই মায়েদের করোনা সংক্রামিত হওয়ার আশঙ্কাও বাড়ে।আমরা দেখছিসিংহভাগ ক্ষেত্রে উপসর্গ থাকছে না। সিজার বা সাধারণ প্রসব হওয়ার পরশরীরের হর্মোনগত পরিবর্তন হওয়া এবং স্ট্রেস বাড়ায় উপসর্গগুলি দেখা দিতে শুরু করছে।তিনি বলেনযেভাবে উপসর্গহীনদের সংখ্যা বাড়ছেএখন ইমার্জেন্সিতে আসা কোনওআসন্নপ্রসবার অবিলম্বে প্রসবের প্রয়োজন হলে তিনি কোভিড পজিটিভ ধরেই আমরাএগচ্ছি। কারণওই পরিস্থিতিতে তো আর কোভিড পরীক্ষার কোনও অবকাশই নেই। ‘ফুলপিপিই’ পরে অপারেশনে নামছি। আর প্ল্যানড বা কিছুদিন বাদে অপারেশনের দিনক্ষণথাকলে ভর্তি করিয়ে পরীক্ষা করে নিচ্ছি। বহু প্রসূতি গোড়ায় উপসর্গহীন থাকছেন। প্রসবেরপর উপসর্গ ধরা পরছেধরা পড়ছে কোভিডও।২০০৯ সালে বিশ্বজুড়ে ছড়িয়ে পরাইনফ্লুয়েঞ্জা প্যানডেমিক (এইচ  এন )-এর সময়ও বহু মা মহামারীর কবলে পড়েন। এবারআক্রান্ত প্রসূতির সংখ্যা বাড়লেওকারও ক্ষেত্রে পরিস্থিতি জটিল হয়নি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪