1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :

তাঁর মৃত্যু নাই ( জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি)

  • সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ৯৯৬

শওকত জাহিদ

ছাপ্পান্ন হাজার বর্গমাইলে কার পদচিহ্ন?
কার অন্তর অতলে বঙ্গদেশের মানচিত্র,
কন্ঠে বাঁজে যুদ্ধ জয়ের সুতীব্র আহবান
কে সে প্রদর্শক? কে সে বাঁশিওয়ালা?।

যার আহবানে উত্তাল তরঙ্গ ফুঁসে ওঠে
যার আহবানে মুহুর্তে শুন্য থেকে শত,
শত হতে হাজার, লক্ষ, কোটি,জনে জনে
উদ্যত করে হাত শ্লোগানে শ্লোগানে।

কোন সে কন্ঠ?গেয়ে ওঠে শৃংখল ভাঙ্গার গান
কোন হৃদয়ে, বহে তেরশত নদীর জোয়ার ভাটার টান?
যে সহজে বুঝে নিতে পারে বাঙালির আত্মকথন
যে নীলিমায় দেখে সূর্যালোকের অদ্ভুত উত্থান।

যার গায়ে, পায়ে মাখা, বাংলার শ্যামলিমা, বাংলার পলিমাটি,
যাকে ঘিরে রচিত হয়েছে স্বাধীন বাঙালির মুক্তির অভিধান,
দেখে নাও তাকে এই শ্রাবণে, প্রতিটি বাঙালির হৃদয় গহীনে,
দেখে নাও তাকে দেয়ালে দেয়ালে, দেখে নাও তাকে নদ, নদী খালে।

জাতিস্বত্তার এক মহামানব , এক অবিসংবাদিত নাম
যার নামের উপরে পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিনে,
মুক্তির লড়াইয়ে সামিল সহস্র কিশোর, যুবক, দামাল
ছিনিয়ে আনে সবুজের আঙিনায় টকটকে লাল রক্ত মশাল।

যার তর্জনীতে উদ্ধত সঙ্গীন, নিয়ে যায় মহামুক্তির ঝর্ণাতলায়
যার চকিত দৃষ্টি বুঝে নেয় দুঃসাহসিক অভিযানের ইঙ্গিত,
এবং যার দৃঢ় উচ্চারণে বাঙলীর সার্বভৌমের গান
এই মৃত্তিকা, এই পর্বত, সমূদ্র, নীলিমা, যাকে ভালবেসে
নাম দিয়েছে রাখাল রাজা।

তাঁর মৃত্যু নেই,
যতবার হত্যা করো, জন্মাবে আবার, বাঙালির ঘরে ঘরে,
মুক্তির বারতা নিয়ে নতুন কোন সংগ্রামে, নতুন আহবানে,
তাঁর মৃত্যু নেই,
হে মৃত্যু্ঞ্জয়ী বীর,
প্রতিটি গৃহকোণে তিনিই আলোকবর্তিকা।

ছাপ্পান্ন হাজার বর্গমাইলে তাঁরই পদচিহ্ন
এঁকে দিয়েছে সার্বভৌম বাংলাদেশের স্বাধীন মানচিত্র,
তাঁর মৃত্যু নেই, মৃত্যু নেই, মৃত্যু নেই।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪